
Bengali Quran
Al-Burûj
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
[85:1]
শপথ গ্রহ-নক্ষত্র শোভিত আকাশের,
[85:2]
এবং প্রতিশ্রুত দিবসের,
[85:3]
এবং সেই দিবসের, যে উপস্থিত হয় ও যাতে উপস্থিত হয়
[85:4]
অভিশপ্ত হয়েছে গর্ত ওয়ালারা অর্থাৎ,
[85:5]
অনেক ইন্ধনের অগ্নিসংযোগকারীরা;
[85:6]
যখন তারা তার কিনারায় বসেছিল।
[85:7]
এবং তারা বিশ্বাসীদের সাথে যা করেছিল, তা নিরীক্ষণ করছিল।
[85:8]
তারা তাদেরকে শাস্তি দিয়েছিল শুধু এ কারণে যে, তারা প্রশংসিত, পরাক্রান্ত আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছিল,
[85:9]
যিনি নভোমন্ডল ও ভূমন্ডলের ক্ষমতার মালিক, আল্লাহর সামনে রয়েছে সবকিছু।
[85:10]
যারা মুমিন পুরুষ ও নারীকে নিপীড়ন করেছে, অতঃপর তওবা করেনি, তাদের জন্যে আছে জাহান্নামের শাস্তি, আর আছে দহন যন্ত্রণা,
[85:11]
যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্যে আছে জান্নাত, যার তলদেশে প্রবাহিত হয় নির্ঝরিণীসমূহ। এটাই মহাসাফল্য।
[85:12]
নিশ্চয় তোমার পালনকর্তার পাকড়াও অত্যন্ত কঠিন।
[85:13]
তিনিই প্রথমবার অস্তিত্ব দান করেন এবং পুনরায় জীবিত করেন।
[85:14]
তিনি ক্ষমাশীল, প্রেমময়;
[85:15]
মহান আরশের অধিকারী।
[85:16]
তিনি যা চান, তাই করেন।
[85:17]
আপনার কাছে সৈন্যবাহিনীর ইতিবৃত্ত পৌছেছে কি?
[85:18]
ফেরাউনের এবং সামুদের?
[85:19]
বরং যারা কাফের, তারা মিথ্যারোপে রত আছে।
[85:20]
আল্লাহ তাদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে রেখেছেন।
[85:21]
বরং এটা মহান কোরআন,
[85:22]
লওহে মাহফুযে লিপিবদ্ধ।