Quran translations in many languages

Bengali Quran

Al-Ghâshiyah

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়অতি দয়ালু

[88:1]

আপনার কাছে আচ্ছন্নকারী কেয়ামতের বৃত্তান্ত পৌঁছেছে কি?

[88:2]

অনেক মুখমন্ডল সেদিন হবে লাঞ্ছিত,

[88:3]

ক্লিষ্টক্লান্ত

[88:4]

তারা জ্বলন্ত আগুনে পতিত হবে

[88:5]

তাদেরকে ফুটন্ত নহর থেকে পান করানো হবে

[88:6]

কন্টকপূর্ণ ঝাড় ব্যতীত তাদের জন্যে কোন খাদ্য নেই

[88:7]

এটা তাদেরকে পুষ্ট করবে না এবং ক্ষুধায়ও উপকার করবে না

[88:8]

অনেক মুখমন্ডল সেদিন হবেসজীব,

[88:9]

তাদের কর্মের কারণে সন্তুষ্ট

[88:10]

তারা থাকবেসুউচ্চ জান্নাতে

[88:11]

তথায় শুনবে না কোন অসার কথাবার্তা

[88:12]

তথায় থাকবে প্রবাহিত ঝরণা

[88:13]

তথায় থাকবে উন্নত সুসজ্জিত আসন

[88:14]

এবং সংরক্ষিত পানপাত্র

[88:15]

এবং সারি সারি গালিচা

[88:16]

এবং বিস্তৃত বিছানো কার্পেট

[88:17]

তারা কি উষ্ট্রের প্রতি লক্ষ্য করে না যেতা কিভাবে সৃষ্টি করা হয়েছে?

[88:18]

এবং আকাশের প্রতি লক্ষ্য করে না যেতা কিভাবে উচ্চ করা হয়েছে?

[88:19]

এবং পাহাড়ের দিকে যেতা কিভাবে স্থাপন করা হয়েছে?

[88:20]

এবং পৃথিবীর দিকে যেতা কিভাবে সমতল বিছানো হয়েছে?

[88:21]

অতএবআপনি উপদেশ দিনআপনি তো কেবল একজন উপদেশদাতা,

[88:22]

আপনি তাদের শাসক নন,

[88:23]

কিন্তু যে মুখ ফিরিয়ে নেয় ও কাফের হয়ে যায়,

[88:24]

আল্লাহ তাকে মহা আযাব দেবেন

[88:25]

নিশ্চয় তাদের প্রত্যাবর্তন আমারই নিকট,

[88:26]

অতঃপর তাদের হিসাব-নিকাশ আমারই দায়িত্ব