Quran translations in many languages

Bengali Quran

Al-Jâthiyah

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়অতি দয়ালু

[45:1]

হা-মীম

[45:2]

পরাক্রান্তপ্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ এ কিতাব

[45:3]

নিশ্চয় নভোমন্ডল ও ভূ-মন্ডলে মুমিনদের জন্যে নিদর্শনাবলী রয়েছে

[45:4]

আর তোমাদের সৃষ্টিতে এবং চারদিকে ছড়িয়ে রাখা জীব জন্তুর সৃজনের মধ্যেও নিদর্শনাবলী রয়েছে বিশ্বাসীদের জন্য

[45:5]

দিবারাত্রির পরিবর্তনেআল্লাহ আকাশ থেকে যে রিযিক (বৃষ্টি) বর্ষণ করেন অতঃপর পৃথিবীকে তার মৃত্যুর পর পুনরুজ্জীবিত করেনতাতে এবং বায়ুর পরিবর্তনে বুদ্ধিমানদের জন্যে নিদর্শনাবলী রয়েছে

[45:6]

এগুলো আল্লাহর আয়াতযা আমি আপনার কাছে আবৃত্তি করি যথাযথরূপে। অতএবআল্লাহ ও তাঁর আয়াতের পর তারা কোন কথায় বিশ্বাস স্থাপন করবে

[45:7]

প্রত্যেক মিথ্যাবাদী পাপাচারীর দুর্ভোগ

[45:8]

সে আল্লাহর আয়াতসমূহ শুনেঅতঃপর অহংকারী হয়ে জেদ ধরেযেন সে আয়াত শুনেনি। অতএবতাকে যন্ত্রণাদায়কশাস্তির সুসংবাদ দিন

[45:9]

যখন সে আমার কোন আয়াত অবগত হয়তখন তাকে ঠাট্টারূপে গ্রহণ করে। এদের জন্যই রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি

[45:10]

তাদের সামনে রয়েছে জাহান্নাম তারা যা উপার্জন করেছেতা তাদের কোন কাজে আসবে নাতারা আল্লাহর পরিবর্তেযাদেরকে বন্ধুরূপে গ্রহণ করেছে তারাও নয়। তাদের জন্যে রয়েছে মহাশাস্তি

[45:11]

এটা সৎপথ প্রদর্শনআর যারা তাদের পালনকর্তার আয়াতসমূহ অস্বীকার করেতাদের জন্যে রয়েছে কঠোরযন্ত্রণাদায়ক শাস্তি

[45:12]

তিনি আল্লাহ যিনি সমুদ্রকে তোমাদের উপকারার্থে আয়ত্বাধীন করে দিয়েছেনযাতে তাঁর আদেশক্রমে তাতে জাহাজ চলাচল করে এবং যাতে তোমরা তাঁর অনুগ্রহ তালাশ কর ও তাঁর প্রতি কৃতজ্ঞ হও

[45:13]

এবং আয়ত্ত্বাধীন করে দিয়েছেন তোমাদেরযা আছে নভোমন্ডলে ও যা আছে ভূমন্ডলেতাঁর পক্ষ থেকে। নিশ্চয় এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্যে নিদর্শনাবলী রয়েছে

[45:14]

মুমিনদেরকে বলুনতারা যেন তাদেরকে ক্ষমা করেযারা আল্লাহর সে দিনগুলো সম্পর্কে বিশ্বাস রাখে না যাতে তিনিকোন সম্প্রদায়কে কৃতকর্মের প্রতিফল দেন

[45:15]

যে সৎকাজ করছেসে নিজের কল্যাণার্থেই তা করছেআর যে অসৎকাজ করছেতা তার উপরই বর্তাবে। অতঃপর তোমরাতোমাদের পালনকর্তার দিকে প্রত্যাবর্তিত হবে

[45:16]

আমি বনী ইসরাঈলকে কিতাবরাজত্ব ও নবুওয়ত দান করেছিলাম এবং তাদেরকে পরিচ্ছন্ন রিযিক দিয়েছিলাম এবংবিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম

[45:17]

আরও দিয়েছিলাম তাদেরকে ধর্মের সুস্পষ্ট প্রমাণাদি। অতঃপর তারা জ্ঞান লাভ করার পর শুধু পারস্পরিক জেদের বশবর্তী হয়ে মতভেদ সৃষ্টি করেছে। তারা যে বিষয়ে মতভেদ করতআপনার পালনকর্তা কেয়ামতের দিন তার ফয়সালা করে দেবেন

[45:18]

এরপর আমি আপনাকে রেখেছি ধর্মের এক বিশেষ শরীয়তের উপর। অতএবআপনি এর অনুসরণ করুন এবং অজ্ঞানদের খেয়াল-খুশীর অনুসরণ করবেন না

[45:19]

আল্লাহর সামনে তারা আপনার কোন উপকারে আসবে না। যালেমরা একে অপরের বন্ধু। আর আল্লাহ পরহেযগারদের বন্ধু

[45:20]

এটা মানুষের জন্যে জ্ঞানের কথা এবং বিশ্বাসী সম্প্রদায়ের জন্য হেদায়েত ও রহমত

[45:21]

যারা দুস্কর্ম উপার্জন করেছে তারা কি মনে করে যেআমি তাদেরকে সে লোকদের মত করে দেবযারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং তাদের জীবন ও মুত্যু কি সমান হবেতাদের দাবী কত মন্দ

[45:22]

আল্লাহ নভোমন্ডল ও ভূ-মন্ডল যথাযথভাবে সৃষ্টি করেছেনযাতে প্রত্যেক ব্যক্তি তার উপার্জনের ফল পায়। তাদের প্রতি যুলুম করা হবে না

[45:23]

আপনি কি তার প্রতি লক্ষ্য করেছেনযে তার খেয়াল-খুশীকে স্বীয় উপাস্য স্থির করেছেআল্লাহ জেনে শুনে তাকে পথভ্রষ্ট করেছেনতার কান ও অন্তরে মহর এঁটে দিয়েছেন এবং তার চোখের উপর রেখেছেন পর্দা। অতএবআল্লাহর পর কে তাকে পথ প্রদর্শন করবেতোমরা কি চিন্তাভাবনা কর না?

[45:24]

তারা বলেআমাদের পার্থিব জীবনই তো শেষআমরা মরি ও বাঁচি মহাকালই আমাদেরকে ধ্বংস করে। তাদের কাছে এব্যাপারে কোন জ্ঞান নেই। তারা কেবল অনুমান করে কথা বলে

[45:25]

তাদের কাছে যখন আমার সুস্পষ্ট আয়াতসমূহ পাঠ করা হয়তখন একথা বলা ছাড়া তাদের কোন মুক্তিই থাকে না যেতোমরা সত্যবাদী হলে আমাদের পূর্বপুরুষদেরকে নিয়ে আস

[45:26]

আপনি বলুনআল্লাহই তোমাদেরকে জীবন দান করেনঅতঃপর মৃত্যু দেনঅতঃপর তোমাদেরকে কেয়ামতের দিন একত্রিত করবেনযাতে কোন সন্দেহ নেই। কিন্তু অধিকাংশ মানুষ বোঝে না

[45:27]

নভোমন্ডল ও ভূ-মন্ডলের রাজত্ব আল্লাহরই। যেদিন কেয়ামত সংঘটিত হবেসেদিন মিথ্যাপন্থীরা ক্ষতিগ্রস্ত হবে

[45:28]

আপনি প্রত্যেক উম্মতকে দেখবেন নতজানু অবস্থায়। প্রত্যেক উম্মতকে তাদের আমলনামা দেখতে বলা হবে। তোমরা যা করতেঅদ্য তোমারদেরকে তার প্রতিফল দেয়া হবে

[45:29]

আমার কাছে রক্ষিত এই আমলনামা তোমাদের সম্পর্কে সত্য কথা বলবে। তোমরা যা করতে আমি তা লিপিবদ্ধ করতাম

[45:30]

যারা বিশ্বাস স্থাপন করেছে ও ৎকর্ম করেছেতাদেরকে তাদের পালনকর্তা স্বীয় রহমতে দাখিল করবেন। এটাই প্রকাশ্য সাফল্য

[45:31]

আর যারা কুফর করেছেতাদেরকে জিজ্ঞাসা করা হবেতোমাদের কাছে কি আয়াতসমূহ পঠিত হত নাকিন্তু তোমরা অহংকার করছিলে এবং তোমরা ছিলে এক অপরাধী সম্প্রদায়

[45:32]

যখন বলা হতআল্লাহর ওয়াদা সত্য এবং কেয়ামতে কোন সন্দেহ নেইতখন তোমরা বলতে আমরা জানি না কেয়ামত কি আমরা কেবল ধারণাই করি এবং এ বিষয়ে আমরা নিশ্চিত নই

[45:33]

তাদের মন্দ কর্ম গুলো তাদের সামনে প্রকাশ হয়ে পড়বে এবং যে আযাব নিয়ে তারা ঠাট্টা-বিদ্রুপ করততা তাদেরকে গ্রাস করবে

[45:34]

বলা হবেআজ আমি তোমাদেরকে ভুলে যাবযেমন তোমরা এ দিনের সাক্ষাৎকে ভুলে গিয়েছিলে। তোমাদের আবাসস্থলজাহান্নাম এবং তোমাদের সাহায্যকারী নেই

[45:35]

এটা এজন্যে যেতোমরা আল্লাহর আয়াতসমূহকে ঠাট্টারূপে গ্রহণ করেছিলে এবং পার্থিব জীবন তোমাদেরকে প্রতারিতকরেছিল। সুতরাং আজ তাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে না এবং তাদের কাছে তওবা চাওয়া হবে না

[45:36]

অতএববিশ্বজগতের পালনকর্তাভূ-মন্ডলের পালনকর্তা ও নভোমন্ডলের পালনকর্তা আল্লাহর-ই প্রশংসা

[45:37]

নভোমন্ডলে ও ভূ-মন্ডলে তাঁরই গৌরব। তিনি পরাক্রমশালীপ্রজ্ঞাময়