Quran translations in many languages

Bengali Quran

Al-Jumuʽah

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়অতি দয়ালু

[62:1]

রাজ্যাধিপতিপবিত্রপরাক্রমশালী ও প্রজ্ঞাময় আল্লাহর পবিত্রতা ঘোষণা করেযা কিছু আছে নভোমন্ডলে ও যা কিছু আছে ভূমন্ডলে

[62:2]

তিনিই নিরক্ষরদের মধ্য থেকে একজন রসূল প্রেরণ করেছেনযিনি তাদের কাছে পাঠ করেন তার আয়াতসমূহতাদেরকেপবিত্র করেন এবং শিক্ষা দেন কিতাব ও হিকমত। ইতিপূর্বে তারা ছিল ঘোর পথভ্রষ্টতায় লিপ্ত

[62:3]

এই রসূল প্রেরিত হয়েছেন অন্য আরও লোকদের জন্যেযারা এখনও তাদের সাথে মিলিত হয়নি। তিনি পরাক্রমশালীপ্রজ্ঞাময়

[62:4]

এটা আল্লাহর কৃপাযাকে ইচ্ছা তিনি তা দান করেন। আল্লাহ মহাকৃপাশীল

[62:5]

যাদেরকে তওরাত দেয়া হয়েছিলঅতঃপর তারা তার অনুসরণ করেনিতাদের দৃষ্টান্ত সেই গাধাযে পুস্তক বহন করেযারা আল্লাহর আয়াতসমূহকে মিথ্যা বলেতাদের দৃষ্টান্ত কত নিকৃষ্ট। আল্লাহ জালেম সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না

[62:6]

বলুন হে ইহুদীগণযদি তোমরা দাবী কর যেতোমরাই আল্লাহর বন্ধু-অন্য কোন মানব নয়তবে তোমরা মৃত্যু কামনা কর যদি তোমরা সত্যবাদী হও

[62:7]

তারা নিজেদের কৃতকর্মের কারণে কখনও মৃত্যু কামনা করবে না। আল্লাহ জালেমদের সম্পর্কে সম্যক অবগত আছেন

[62:8]

বলুনতোমরা যে মৃত্যু থেকে পলায়নপরসেই মৃত্যু অবশ্যই তোমাদের মুখামুখি হবেঅতঃপর তোমরা অদৃশ্যদৃশ্যেরজ্ঞানী আল্লাহর কাছে উপস্থিত হবে। তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন সেসব কর্মযা তোমরা করতে

[62:9]

মুমিনগণজুমআর দিনে যখন নামাযের আযান দেয়া হয়তখন তোমরা আল্লাহর স্মরণের পানে ত্বরা কর এবং বেচাকেনা বন্ধ কর। এটা তোমাদের জন্যে উত্তম যদি তোমরা বুঝ

[62:10]

অতঃপর নামায সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড় এবং আল্লাহর অনুগ্রহ তালাশ কর ও আল্লাহকে অধিক স্মরণ করযাতে তোমরা সফলকাম হও

[62:11]

তারা যখন কোন ব্যবসায়ের সুযোগ অথবা ক্রীড়াকৌতুক দেখে তখন আপনাকে দাঁড়ানো অবস্থায় রেখে তারা সেদিকে ছুটে যায়। বলুনঃ আল্লাহর কাছে যা আছেতা ক্রীড়াকৌতুক ও ব্যবসায় অপেক্ষা উৎকৃষ্ট আল্লাহ সর্বোত্তম রিযিকদাতা