
Bengali Quran
Al-Kâfirûn
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
[109:1]
বলুন, হে কাফেরকূল,
[109:2]
আমি এবাদত করিনা, তোমরা যার এবাদত কর।
[109:3]
এবং তোমরাও এবাদতকারী নও, যার এবাদত আমি করি
[109:4]
এবং আমি এবাদতকারী নই, যার এবাদত তোমরা কর।
[109:5]
তোমরা এবাদতকারী নও, যার এবাদত আমি করি।
[109:6]
তোমাদের কর্ম ও কর্মফল তোমাদের জন্যে এবং আমার কর্ম ও কর্মফল আমার জন্যে।