
Bengali Quran
Al-Mâʽûn
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
[107:1]
আপনি কি দেখেছেন তাকে, যে বিচারদিবসকে মিথ্যা বলে?
[107:2]
সে সেই ব্যক্তি, যে এতীমকে গলা ধাক্কা দেয়
[107:3]
এবং মিসকীনকে অন্ন দিতে উৎসাহিত করে না।
[107:4]
অতএব দুর্ভোগ সেসব নামাযীর,
[107:5]
যারা তাদের নামায সম্বন্ধে বে-খবর;
[107:6]
যারা তা লোক-দেখানোর জন্য করে
[107:7]
এবং নিত্য ব্যবহার্য্য বস্তু অন্যকে দেয় না।