Quran translations in many languages

Bengali Quran

As-Sajdah

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়অতি দয়ালু

[32:1]

আলিফ-লাম-মীম

[32:2]

এ কিতাবের অবতরণ বিশ্বপালনকর্তার নিকট থেকে এতে কোন সন্দেহ নেই

[32:3]

তারা কি বলেএটা সে মিথ্যা রচনা করেছেবরং এটা আপনার পালনকর্তার তরফ থেকে সত্যযাতে আপনি এমন এক সম্প্রদায়কে সতর্ক করেনযাদের কাছে আপনার পূর্বে কোন সতর্ককারী আসেনি। সম্ভবতঃ এরা সুপথ প্রাপ্ত হবে

[32:4]

আল্লাহ যিনি নভোমন্ডলভুমন্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছু ছয় দিনে সৃষ্টি করেছেনঅতঃপর তিনি আরশে বিরাজমান হয়েছেন। তিনি ব্যতীত তোমাদের কোন অভিভাবক ও সুপারিশকারী নেই। এরপরও কি তোমরাবুঝবে না?

[32:5]

তিনি আকাশ থেকে পৃথিবী পর্যন্ত সমস্ত কর্ম পরিচালনা করেনঅতঃপর তা তাঁর কাছে পৌছবে এমন এক দিনেযার পরিমাণ তোমাদের গণনায় হাজার বছরের সমান

[32:6]

তিনিই দৃশ্য ও অদৃশ্যের জ্ঞানীপরাক্রমশালীপরম দয়ালু,

[32:7]

যিনি তাঁর প্রত্যেকটি সৃষ্টিকে সুন্দর করেছেন এবং কাদামাটি থেকে মানব সৃষ্টির সূচনা করেছেন

[32:8]

অতঃপর তিনি তার বংশধর সৃষ্টি করেন তুচ্ছ পানির নির্যাস থেকে

[32:9]

অতঃপর তিনি তাকে সুষম করেনতাতে রূহ সঞ্চার করেন এবং তোমাদেরকে দেন কর্ণচক্ষু ও অন্তঃকরণ। তোমরা সামান্যই কৃতজ্ঞতা প্রকাশ কর

[32:10]

তারা বলেআমরা মৃত্তিকায় মিশ্রিত হয়ে গেলেও পুনরায় নতুন করে সৃজিত হব কিবরং তারা তাদের পালনকর্তারসাক্ষাতকে অস্বীকার করে

[32:11]

বলুনতোমাদের প্রাণ হরণের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা তোমাদের প্রাণ হরণ করবে। অতঃপর তোমরা তোমাদেরপালনকর্তার কাছে প্রত্যাবর্তিত হবে

[32:12]

যদি আপনি দেখতেন যখন অপরাধীরা তাদের পালনকর্তার সামনে নতশির হয়ে বলবেহে আমাদের পালনকর্তাআমরা দেখলাম ও শ্রবণ করলাম। এখন আমাদেরকে পাঠিয়ে দিনআমরা সৎকর্ম করব। আমরা দৃঢ়বিশ্বাসী হয়ে গেছি

[32:13]

আমি ইচ্ছা করলে প্রত্যেককে সঠিক দিক নির্দেশ দিতামকিন্তু আমার এ উক্তি অবধারিত সত্য যেআমি জিন ও মানবসকলকে দিয়ে অবশ্যই জাহান্নাম পূর্ণ করব

[32:14]

অতএব এ দিবসকে ভূলে যাওয়ার কারণে তোমরা মজা আস্বাদন কর। আমিও তোমাদেরকে ভুলে গেলাম। তোমরা তোমাদের কৃতকর্মের কারণে স্থায়ী আযাব ভোগ কর

[32:15]

কেবল তারাই আমার আয়াতসমূহের প্রতি ঈমান আনেযারা আয়াতসমূহ দ্বারা উপদেশপ্রাপ্ত হয়ে সেজদায় লুটিয়ে পড়ে এবং অহংকারমুক্ত হয়ে তাদের পালনকর্তার সপ্রশংস পবিত্রতা বর্ণনা করে। [ Sajdah ]

[32:16]

তাদের পার্শ্ব শয্যা থেকে আলাদা থাকে। তারা তাদের পালনকর্তাকে ডাকে ভয়ে ও আশায় এবং আমি তাদেরকে যে রিযিক দিয়েছিতা থেকে ব্যয় করে

[32:17]

কেউ জানে না তার জন্যে কৃতকর্মের কি কি নয়ন-প্রীতিকর প্রতিদান লুক্কায়িত আছে

[32:18]

ঈমানদার ব্যক্তি কি অবাধ্যের অনুরূপতারা সমান নয়

[32:19]

যারা ঈমান আনে ও সৎকর্ম করেতাদের জন্যে রয়েছে তাদের কৃতকর্মের আপ্যায়নস্বরূপ বসবাসের জান্নাত

[32:20]

পক্ষান্তরে যারা অবাধ্য হয়তাদের ঠিকানা জাহান্নাম। যখনই তারা জাহান্নাম থেকে বের হতে চাইবেতখনই তাদেরকেতথায় ফিরিয়ে দেয়া হবে এবং তাদেরকে বলা হবেতোমরা জাহান্নামের যে আযাবকে মিথ্যা বলতেতার স্বাদ আস্বাদন কর

[32:21]

গুরু শাস্তির পূর্বে আমি অবশ্যই তাদেরকে লঘু শাস্তি আস্বাদন করাবযাতে তারা প্রত্যাবর্তন করে

[32:22]

যে ব্যক্তিকে তার পালনকর্তার আয়াতসমূহ দ্বারা উপদেশ দান করা হয়অতঃপর সে তা থেকে মুখ ফিরিয়ে নেয়তার চেয়ে যালেম আর কেআমি অপরাধীদেরকে শাস্তি দেব

[32:23]

আমি মূসাকে কিতাব দিয়েছিঅতএব আপনি কোরআন প্রাপ্তির বিষয়ে কোন সন্দেহ করবেন না। আমি একে বনী ইসরাঈলের জন্যে পথ প্রদর্শক করেছিলাম

[32:24]

তারা সবর করত বিধায় আমি তাদের মধ্য থেকে নেতা মনোনীত করেছিলামযারা আমার আদেশে পথ প্রদর্শন করত। তারা আমার আয়াতসমূহে দৃঢ় বিশ্বাসী ছিল

[32:25]

তারা যে বিষয়ে মত বিরোধ করছেআপনার পালনকর্তাই কেয়ামতের দিন সে বিষয়ে তাদের মধ্যে ফয়সালা দেবেন

[32:26]

এতে কি তাদের চোখ খোলেনি যেআমি তাদের পূর্বে অনেক সম্প্রদায়কে ধ্বংস করেছিযাদের বাড়ী-ঘরে এরা বিচরণকরে। অবশ্যই এতে নিদর্শনাবলী রয়েছে। তারা কি শোনে না?

[32:27]

তারা কি লক্ষ্য করে না যেআমি উষর ভূমিতে পানি প্রবাহিত করে শস্য উদগত করিযা থেকে ভক্ষণ করে তাদের জন্তুরাএবং তারা কি দেখে না?

[32:28]

তারা বলে তোমরা সত্যবাদী হলে বলকবে হবে এই ফয়সালা?

[32:29]

বলুনফয়সালার দিনে কাফেরদের ঈমান তাদের কোন কাজে আসবে না এবং তাদেরকে অবকাশ ও দেয়া হবে না

[32:30]

অতএব আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিন এবং অপেক্ষা করুনতারাও অপেক্ষা করছে